শুক্রবার ● ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ঘোষণা
প্রিয় পাঠকমন্ডলী, নতুন রূপে, নব উদ্যমে- দেশ ও দশের তথ্যতৃষ্ণা মেটাতে জাগ্রত, নির্ভীক ও সচেতন দৈনিক ইত্তেহাদ-এর নির্মাণপর্ব চলছে, পাশেই থাকুন...
শেষ হলো ‘অপারেশন দোস্ত’ এর উদ্ধারাভিযান

শেষ হলো ‘অপারেশন দোস্ত’ এর উদ্ধারাভিযান

দোস্ত

‘অপারেশন দোস্ত’ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর শেষ দলটি রবিবার তুরস্ক থেকে দেশে ফিরলো। ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের দিকে সবার আগে সাহায্যের হাত বাড়িয়েছিল ভারত। গত ০৬ ফেব্রুয়ারী অপারেশন দোস্ত চালু করে ভারত সরকার।

ভারতীয় সেনার জওয়ানরা প্রাণপণে লড়াই করেছেন ভগ্নাবশেষ থেকে প্রাণের খোঁজ করতে। বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাঁরা এগিয়ে দিয়েছেন সাহায্যের হাত। দু’সপ্তাহ ধরে অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে দেশে ফিরলো উদ্ধারকারী দলটি।

তুরস্ক সরকারের তরফে জানানো হয়েছে, ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৪৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে আর কারোরই আটকে থাকার সম্ভাবনা নেই।

ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি টুইট করে জানিয়েছেন, সব মিলিয়ে ১৫১জন উদ্ধারকারী তুরস্কে গিয়েছিলেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সব দল দেশে ফিরে এসেছে। আজ অপারেশন দোস্ত শেষ দলটি দেশে ফিরল।

ভারতীয় সেনারদের এভাবে পাশে পেয়ে প্রশংসা করছেন স্থানীয় তুরস্কবাসী। দুর্দিনে তাঁদের পাশে দাঁড়ানোয় তাঁরা বলছেন, ‘গড ব্লেস ইন্ডিয়া’। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

শেয়ার করুন




©সর্বস্বত্ব স্বত্ত্বাধিকার সংরক্ষিত ২০২১-২০২২
Designed and developed by Smk Ishtiak