বুধবার ● ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

ঘোষণা
প্রিয় পাঠকমন্ডলী, নতুন রূপে, নব উদ্যমে- দেশ ও দশের তথ্যতৃষ্ণা মেটাতে জাগ্রত, নির্ভীক ও সচেতন দৈনিক ইত্তেহাদ-এর নির্মাণপর্ব চলছে, পাশেই থাকুন...
ভারতে আসছেন চেক প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী

ভারতে আসছেন চেক প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী

চারদিনের ভারত সফরে আসছেন চেক প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী জন লিপাভস্কি। আগামী ২৬ ফেব্রুয়ারী হতে ১ মার্চ অবধি ভারতে অবস্থান করবেন তিনি। বৃহস্পতিবার, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে চেক প্রজাতন্ত্রের সংসদ সদস্য, বিজ্ঞান, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক উপমন্ত্রী এবং একটি উচ্চ-পর্যায়ের কর্মকর্তা ও ব্যবসায়িক প্রতিনিধিদল থাকবেন লিপাভস্কির সাথে।

জানা গিয়েছে, সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন চেক পররাষ্ট্রমন্ত্রী। দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের পুরো পরিসর নিয়ে আলোচনা করবেন এবং পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মত বিনিময় করবেন বলে আশা করা হচ্ছে।

এছাড়া, আগামী ২৮ ফেব্রুয়ারী ভারতীয় শিল্প কনফেডারেশন এর আয়োজন করা ভারত-ইইউ ব্যবসা এবং টেকসই কনক্লেভের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন চেক পররাষ্ট্রমন্ত্রী। একইদিনে মুম্বাই যাবার কথা রয়েছে তাঁর। পরবর্তীতে ১ মার্চ নিজ দেশে ফিরবেন তিনি।

উল্লেখ্য, ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ভারত ও চেক প্রজাতন্ত্রের। গত বছরের জুন মাসেও ইউরোপের দেশটি সফরে যান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ২০২৩ সালের জানুয়ারিতে পররাষ্ট্রমন্ত্রীর অস্ট্রিয়া সফরের সময় সম্প্রতি ভিয়েনায় দুই মন্ত্রীর দেখা হয়েছিল। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

শেয়ার করুন




©সর্বস্বত্ব স্বত্ত্বাধিকার সংরক্ষিত ২০২১-২০২২
Designed and developed by Smk Ishtiak