জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষ হওয়ার একদিন পরই গুরুত্বপূর্ণ কোয়াড জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আয়োজন করতে চলেছে ভারত। শুক্রবার, নয়াদিল্লীতে অনুষ্ঠিত হবে ভারত, জাপান, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সমন্বয়ে গঠিত ভূ-রাজনৈতিক এই জোটের মতবিনিময় পর্ব।
জানা গিয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই বৈঠকে আরও অংশ নেবেন অস্ট্রেলিয়া ও জাপানের পররাষ্ট্র মন্ত্রী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট। তথ্যটি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
উল্লেখ্য, জি-২০ বৈঠকের সুবাদে ইতোমধ্যে ভারতে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি জি-২০ বৈঠকে যোগ না দিলেও গুরুত্বপূর্ণ কোয়াড বৈঠকে ঠিকই যোগ দিতে আসবেন বলে খবর রয়েছে।
প্রসঙ্গত, সর্বশেষ, ২০২২ সালের সেপ্টেম্বরে নিউইয়র্কে সর্বশেষ বৈঠকে বসেছিলো চীন বিরোধী এই জোটের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। সেসময়ও বরাবরের মতোই ইন্দো-প্যাসিফিকের সমৃদ্ধি ও উন্নতির কথা বলেছিলো কোয়াড জোট।
ভারতে অনুষ্ঠিত এবারের আয়োজনটি বছরের শেষে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিতব্য কোয়াড লীডার্স সামিটের প্রস্তুতিতে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বোদ্ধা মহল। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক