আগামী ৮-১১ মার্চ ভারত সফরে আসছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ। ভারতে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। অ্যান্থনির সঙ্গে ভারতে আসছেন সে দেশের বাণিজ্য ও পর্যটন মন্ত্রী ডন ফারেল এবং সম্পদ ও উত্তর অস্ট্রেলিয়ার মন্ত্রী ম্যাডেলিন কিং। আসছে উচ্চ পর্যায়ের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলও।
ভারতের বিদেশ মন্ত্রক সূত্রের খবর, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবেনিজ হোলির দিন ৮ মার্চ আহমেদাবাদে পৌঁছবেন। তিনি ৯ মার্চ মুম্বই সফর করবেন, ওই দিনই দিল্লি পৌঁছনোর কথা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রী মোদী এবং প্রধানমন্ত্রী আলবেনিজ পারস্পরিক স্বার্থের আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয়গুলো ছাড়াও ভারত-অস্ট্রেলিয়া ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের অধীনে সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করতে বার্ষিক শীর্ষ সম্মেলন করবেন। প্রধানমন্ত্রী আলবানিজ দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন।
এদিকে, ভারত সফরে আসার জন্য তিনি মুখিয়ে রয়েছেন বলে জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ। শনিবার এক বার্তায় তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী হিসেবে এটি আমার প্রথম ভারত সফর, আমি অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে শক্তিশালী বন্ধনকে আরও শক্তিশালী করার জন্য অপেক্ষা করছি। তিনি আরও জানান, অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে সম্পর্ক মজবুত, কিন্তু আরও শক্তিশালী হতে পারে।
শনিবার অ্যান্থনি আলবেনিজ জানিয়েছেন, শক্তিশালী ভারত-অস্ট্রেলিয়া অংশীদারিত্ব আমাদের অঞ্চলের স্থিতিশীলতার জন্য খুবই প্রয়োজন। এর অর্থ আরও বেশি সুযোগ এবং আরও বাণিজ্য ও বিনিয়োগ, আমাদের অর্থনীতিকে শক্তিশালী করা এবং আমাদের জনগণকে সরাসরি উপকৃত করা।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আরও জানান, ভারত সর্বদাই অস্ট্রেলিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশীদার ও ঘনিষ্ঠ বন্ধু হয়ে থাকবে। আমি এ বছরের মাঝামাঝিতে অস্ট্রেলিয়ায় কোয়াড লিডারস সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা এবং সেপ্টেম্বরে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনের জন্য আবার ভারত সফরের জন্য অপেক্ষা করছি। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক