বৃহস্পতিবার ● ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ঘোষণা
প্রিয় পাঠকমন্ডলী, নতুন রূপে, নব উদ্যমে- দেশ ও দশের তথ্যতৃষ্ণা মেটাতে জাগ্রত, নির্ভীক ও সচেতন দৈনিক ইত্তেহাদ-এর নির্মাণপর্ব চলছে, পাশেই থাকুন...
কাটলাস এক্সপ্রেস’ মহড়ায় যোগ দিয়েছে ভারত

কাটলাস এক্সপ্রেস’ মহড়ায় যোগ দিয়েছে ভারত

উপসাগরীয় অঞ্চলের আন্তর্জাতিক মেরিটাইম এক্সারসাইজ ‘কাটলাস এক্সপ্রেস -২০২৩’ -এ অংশ নিয়েছে ভারতের নৌবাহিনী। মহড়াটি গত ২৬ ফেব্রুয়ারী শুরু হয়ে চলবে ১৬ মার্চ অবধি। এবারের কাটলাস এক্সপ্রেস মহড়াটির স্পন্সর করছে ইউএস আফ্রিকা কমান্ড এবং ইউএস নেভাল ফোর্সেস আফ্রিকা।

ভারতের প্রতিরক্ষা দপ্তরের অফিশিয়াল প্রেস রিলিজ অনুসারে জানা গিয়েছে, প্রায় ৫০ টি দেশ এবং আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা মহড়ায় অংশ নিয়েছে। এর অন্যতম উদ্দেশ্য সামুদ্রিক নিরাপত্তা উন্নত করা এবং সামুদ্রিক বাণিজ্যের জন্য যতটা সম্ভব নিরাপদ অঞ্চলের জল করিডোর বজায় রাখা।

প্রসঙ্গত, কাটলাস এক্সপ্রেস মহড়ার অভিন্ন লক্ষ্য আফ্রিকান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে সাধারণ ট্রান্সন্যাশনাল সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সহযোগিতা বৃদ্ধি করা। এর মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলো অবৈধ পাচার, জলদস্যুতা, অবৈধ, অপ্রতিবেদিত, অনিয়ন্ত্রিত মাছ ধরা, এবং তেল বাঙ্কারিংয়ের মতো কার্যকলাপগুলিকে ব্যাহত করার ক্ষমতা প্রদর্শন করবে।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে আরও জানা যায়, কাটলাস এক্সপ্রেস হল বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সামুদ্রিক মহড়াগুলোর মধ্যে একটি৷ ভারতীয় নৌবাহিনী আইএমএক্স-এ প্রথমবারের মতো অংশ নিলেও, এটি দ্বিতীয়বারের মতো ভারতীয় নৌবাহিনীর জাহাজ সম্মিলিত মেরিটাইম ফোর্স অনুশীলনে অংশ নিয়েছে। আইএনএস ত্রিকন্দ এর আগে ২২ নভেম্বর সিএমএফ দ্বারা পরিচালিত অপারেশন সি সোর্ড ২-এ অংশ নিয়েছিল। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

শেয়ার করুন




©সর্বস্বত্ব স্বত্ত্বাধিকার সংরক্ষিত ২০২১-২০২২
Designed and developed by Smk Ishtiak