বিগত বেশ কদিন যাবতই ডোকালাম নিয়ে ভূটানের উপর চাপ সৃষ্টি করছে চীন। যা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। এই মধ্যেই শনিবার জানা গেল ৩ দিনের সফরে ভারতে আসছেন ভুটানের রাজা জিগমে খেসর নামগিয়েল ওয়াংচুক।
ভারতীয় পররাষ্ট্র দপ্তর সূত্রে জানা গেছে, আগামী ৩ থেকে ৫ এপ্রিল সরকারি সফরে ভারতে আসছেন ভুটানের রাজা জিগমে খেসর নামগিয়েল ওয়াংচুক। এই সফরে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন তিনি। পাশাপাশি বিভিন্ন সরকারি অধিকারিকদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর।
ভুটানের রাজার সঙ্গে ভারত সফরে আসছেন ভুটানের পররাষ্ট্র বিষয়ক ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী ডাঃ টান্ডি দোর্জি এবং রয়্যাল গর্ভনমেন্ট অফ ভুটানের সিনিয়র আধিকারিকরা। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক