দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক পর্যালোচনা পূর্বক সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে একমত হয়েছে ভারত ও ডেনমার্ক। শনিবার, কোপেনহেগেনে উভয় রাষ্ট্রের পররাষ্ট্র কর্তাদের মধ্যকার ৭ম রাউন্ডের পরামর্শ সভায় এই ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়।
পরবর্তীতে ভারতের পররাষ্ট্র দপ্তর সূত্রে জানা যায়, পারস্পরিক স্বার্থের বহুপাক্ষিক ও আঞ্চলিক বিষয়ে মতবিনিময় করেছে ভারত ও ডেনমার্কের কর্মকর্তাগণ। দুই পক্ষ স্বীকার করেছে যে দ্বিপাক্ষিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং ২০২০ সালের সেপ্টেম্বরে স্বাক্ষরিত প্রথম সবুজ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি এক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছে।
এছাড়া, যৌথ কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি এবং অফশোর উইন্ড, ওয়াটার ম্যানেজমেন্ট, স্মার্ট সিটিস, গ্রিন শিপিং, স্বাস্থ্য, দুগ্ধ ও পশুপালন সহ নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে সেক্টরাল সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এদিকে, উভয় পক্ষই বারাণসীতে নদীর পরিষ্কার জলের উপর স্মার্ট ল্যাবরেটরি স্থাপনের অগ্রগতির বিষয়ে আলোচনা করেছে বলেও জানা গিয়েছে। দু দেশের প্রতিনিধিগণই জাতিসংঘে সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, ভারতের জি২০ প্রেসিডেন্সি, ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি, ইউক্রেন এবং ইন্দো-প্যাসিফিক সহ বহুপাক্ষিক এবং আঞ্চলিক বিষয়ে মতবিনিময় করেছে
উল্লেখ্য, দুই পক্ষই ২০২২ সালে পণ্য ও পরিষেবায় দ্বিপাক্ষিক বাণিজ্য সাড়ে ছয় বিলিয়ন ছাড়িয়ে গেছে বলে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং বাণিজ্য আরও বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।
প্রসঙ্গত, ভারতে ২০০ টিরও বেশি ডেনিশ কোম্পানি ভারতে উপস্থিত রয়েছে এবং বায়ু শক্তি, শিপিং, পরামর্শ, খাদ্য প্রক্রিয়াকরণ এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের মতো বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে, যখন প্রায় ৬০ টি ভারতীয় কোম্পানি, প্রধানত আইটি, জীবন বিজ্ঞান এবং ক্লিন-টেক, পুনর্নবীকরণযোগ্য শক্তি। এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর, ডেনমার্কে একটি ক্রমবর্ধমান উপস্থিতি রয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক