শুক্রবার ● ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ঘোষণা
প্রিয় পাঠকমন্ডলী, নতুন রূপে, নব উদ্যমে- দেশ ও দশের তথ্যতৃষ্ণা মেটাতে জাগ্রত, নির্ভীক ও সচেতন দৈনিক ইত্তেহাদ-এর নির্মাণপর্ব চলছে, পাশেই থাকুন...
জাতিসংঘের পরিসংখ্যান কমিশনে ভারতের জয়

জাতিসংঘের পরিসংখ্যান কমিশনে ভারতের জয়

ভারতের জন্য বড় জয়। জাতিসংঘের পরিসংখ্যান কমিশনে নির্বাচিত হল ভারত। এর পাশাপাশি আরও দুটি বিভাগে নির্বাচিত হয়েছে ভারত। এটা ভারতের কূটনৈতিক জয় বলেও মনে করছেন অনেকেই। তবে ভারত পারলেও সুযোগ পেল না চীন। কমিশনের পদ পাওয়ার জন্য যে পরিমাণ ভোটের দরকার ছিল, তা পায়নি চীন।

বুধবার জাতিসংঘের কর্মসূচির প্রোগ্রাম সমন্বয়কারী বোর্ডের দুটি নির্বাচন হয়। এর মধ্যে একটি ছিল অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কর্তৃক মাদকদ্রব্য সংক্রান্ত কমিশন এবং দ্বিতীয়টি এইচআইভি সম্পর্কিত যৌথ জাতিসংঘের কর্মসূচির প্রোগ্রাম। এই দুটি বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে ভারত।

পরিসংখ্যান কমিশনের নির্বাচন, যেখানে মূলত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নির্ধারিত আসনের জন্য চীন ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এই নির্বাচনে ভারত ৫৩টি ভোটের মধ্যে ৪৬টি পেয়েছে এবং প্রথম রাউন্ডে এশিয়া প্যাসিফিক অঞ্চলের জন্য দুটি আসনের মধ্যে একটিতে ভারত নির্বাচিত হয়েছে।

চীন পেয়েছে মাত্র ১৯টি ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। যেখানে দক্ষিণ কোরিয়া ২৩টি এবং সংযুক্ত আরব আমিরাত ১৫টি ভোট পেয়েছে। দ্বিতীয় দফায় ভোটগ্রহণের প্রয়োজন ছিল কারণ, প্রয়োজনীয় ২৭ ভোটের সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনও দেশ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর টুইট করে লেখেন, “পরিসংখ্যান, বৈচিত্র্য এবং জনসংখ্যার ক্ষেত্রে ভারতের দক্ষতা জাতিসংঘের পরিসংখ্যান কমিশনে এই আসন অর্জন করতে সাহায্য করেছে।” খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

শেয়ার করুন




©সর্বস্বত্ব স্বত্ত্বাধিকার সংরক্ষিত ২০২১-২০২২
Designed and developed by Smk Ishtiak