সোমবার ● ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ঘোষণা
প্রিয় পাঠকমন্ডলী, নতুন রূপে, নব উদ্যমে- দেশ ও দশের তথ্যতৃষ্ণা মেটাতে জাগ্রত, নির্ভীক ও সচেতন দৈনিক ইত্তেহাদ-এর নির্মাণপর্ব চলছে, পাশেই থাকুন...
বিশ্বব্যাংকের বসন্তকালীন সভায় যুক্তরাষ্ট্রে সীতারামন

বিশ্বব্যাংকের বসন্তকালীন সভায় যুক্তরাষ্ট্রে সীতারামন

শুরু হতে যাচ্ছে বিশ্বব্যাংক গ্রুপের আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাতদিনের বসন্তকালীন সভা। এবারের সভায় বৈশ্বিক সংকটের জন্য প্রায় ৫০ বিলিয়ন ডলারের ঘোষণা আসবে সংস্থাটির কাছ থেকে। প্রতি বছরের মতো এবারও বিশ্বব্যাংকে বার্ষিক সাধারণ সভার বসন্তকালীন সভাতে অংশ নিচ্ছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

জানা গিয়েছে, স্থানীয় সময় সোমবার (১০ এপ্রিল) থেকে আগামী রোববার (১৬ এপ্রিল) পর্যন্ত চলবে। ওয়াশিংটন ডিসিতে আইএমএফ এবং বিশ্বব্যাংক গ্রুপের সদর দপ্তরে বসন্তকালীন সভাটি অনুষ্ঠিত হবে। বিশ্বব্যাংকের বসন্তকালীন সভাটির নেতৃত্ব দেবেন ফ্যান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং বারডোজের প্রধানমন্ত্রী মিয়ামতলু। এদের সঙ্গে বিশ্ব নেতারা, শিক্ষাবিদ, উন্নয়ন বিশেষজ্ঞ এবং জলবায়ু বিশেষজ্ঞরা থাকবেন। এছাড়া, বিশ্বব্যাংকের সদস্যভুক্ত ১৮৯ দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা অংশ নেবেন।

ভারতের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে নেতৃত্বে বসন্তকালীন সভায় ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছে। দলটি গত শুক্রবারই ওয়াশিংটনের উদ্দেশ্যে নয়াদিল্লী ছেড়ে গিয়েছে।

জোর গুঞ্জন, বিশ্বব্যাংক গ্রুপের এই বসন্তকালীন সভায় এবার বৈশ্বিক সংকট মোকাবিলায় ৫০ বিলিয়ন ডলার বাড়তি অর্থায়নের ঘোষণা দেবে সংস্থাটির সহযোগী প্রতিষ্ঠান দ্য ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকন্সট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট (আইবিআরডি)। আইবিআরডির সদস্য হওয়ায় এই অর্থায়নের সুবিধা ভারতও পাবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস আগেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ২০২০ থেকে ২০২২ অর্থবছরের তিন বছরে ১০০ বিলিয়ন ডলারের বেশি অর্থায়ন করেছে বিশ্বব্যাংক গ্রুপ। এই অর্থায়নের অর্ধেকেরও বেশি জলবায়ু খাতে অর্থায়ন করা হয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

শেয়ার করুন




©সর্বস্বত্ব স্বত্ত্বাধিকার সংরক্ষিত ২০২১-২০২২
Designed and developed by Smk Ishtiak