সোমবার ● ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ঘোষণা
প্রিয় পাঠকমন্ডলী, নতুন রূপে, নব উদ্যমে- দেশ ও দশের তথ্যতৃষ্ণা মেটাতে জাগ্রত, নির্ভীক ও সচেতন দৈনিক ইত্তেহাদ-এর নির্মাণপর্ব চলছে, পাশেই থাকুন...
ভারত ও মার্কিন বিমানবাহিনীর যৌথ মহড়া শুরু

ভারত ও মার্কিন বিমানবাহিনীর যৌথ মহড়া শুরু

শুরু হয়েছে ভারত ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর যৌথ সামরিক মহড়া কোপ ইন্ডিয়া ২৩। ১০ এপ্রিল, ভারতের এয়ার ফোর্স স্টেশন অর্জন সিং (পানাগড়), কালাইকুন্ডা এবং আগ্রায় মহড়াটি শুরু হয়। মহড়ায় পর্যবেক্ষক সদস্য হিসেবে কোয়াডভূক্ত জাপানের এয়ার সেলফ ডিফেন্স ফোর্সের এয়ার ক্রুদের উপস্থিতি অন্তর্ভুক্ত রয়েছে।

পূর্বোক্ত তথ্যাদি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে ভারতের প্রতিরক্ষা দপ্তর। জানা গিয়েছে, মহড়াটির মূল লক্ষ্য, দুই বিমান বাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানো এবং তাদের সেরা অনুশীলনগুলি ভাগ করে নেওয়া।

উল্লেখ্য, মহড়ার প্রথম ধাপটি বায়ু গতিশীলতার উপর ফোকাস করবে এবং উভয় বিমানবাহিনীর পরিবহন বিমান এবং বিশেষ বাহিনীর সম্পদ জড়িত থাকবে। উভয় পক্ষই সি-১৩০জে এবং সি-১৭ এয়ারক্রাফ্ট ফিল্ড করবে, যেখানে মার্কিন বিমান বাহিনী একটি এমসি- ১৩০জে পরিচালনা করছে।

এদিকে, বছরের শুরুতেই মালাবার যৌথ মহড়ায় দেখা হয়েছিল উভয় পক্ষের। সেসময়, জাপান ও অস্ট্রেলিয়ার বাহিনীও মহড়ায় অংশ নিয়েছিলো, যা ছিলো আদতে কোয়াড দেশগুলোর মহড়া। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

শেয়ার করুন




©সর্বস্বত্ব স্বত্ত্বাধিকার সংরক্ষিত ২০২১-২০২২
Designed and developed by Smk Ishtiak