সোমবার ● ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
তিনদিনের মরিশাস সফর শেষ করে দেশে ফিরেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। গত ১২ থেকে ১৪ এপ্রিল অবধি দেশটিতে অবস্থান করেন তিনি। ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথমবারের মতো মরিশাসে রাষ্ট্রীয় সফরে করে এলেন অভিজ্ঞ এই কূটনীতিক।
ভারতের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এই সফরটি অনুষ্ঠিত হয়েছে। ভারতের প্রতিবেশী প্রথম নীতির অন্তর্ভূক্ত হিসেবে মরিশাসের গুরুত্ব অপরিসীম। এই বার্তা নিয়েই দেশটি সফর করে এসেছেন কোয়াত্রা।
জানা গিয়েছে, মরিশাস সফরে দেশটির প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জগনাথ সহ পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন কোয়াত্রা।
এসব বৈঠকে, উভয় পক্ষই মেট্রোর চতুর্থ পর্যায়, সিভিল সার্ভিসেস কলেজ, হেনরিয়েটাতে ৮ মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট, রেনাল ট্রান্সপ্লান্ট ইউনিট, ফরেনসিক সায়েন্স ল্যাব, ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড লাইব্রেরি, মরিশাস পুলিশ একাডেমি, কমিউনিটি ডেভেলপমেন্টের মতো চলমান প্রকল্পগুলির সুষ্ঠুভাবে সম্পাদনের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে।
এছাড়া, উভয় পক্ষই বিভিন্ন ক্ষেত্রে চলমান সহযোগিতা পর্যালোচনা করেছে, যেমন আয়ুশ সেন্টার অফ এক্সিলেন্স, ব্যাপক অর্থনৈতিক সহযোগিতা এবং অংশীদারি চুক্তি, দ্বিপাক্ষিক বাণিজ্য লেনদেনের নিষ্পত্তির জন্য বিশেষ রুপি ভোস্ট্রো অ্যাকাউন্ট ব্যবস্থা এবং ভারতের ইউনিফাইড লঞ্চের প্রস্তাবিত প্রবর্তন, মরিশাসে পেমেন্ট ইন্টারফেস পেমেন্ট সিস্টেম এবং রুপে কার্ড। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক