শুক্রবার ● ৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

ঘোষণা
প্রিয় পাঠকমন্ডলী, নতুন রূপে, নব উদ্যমে- দেশ ও দশের তথ্যতৃষ্ণা মেটাতে জাগ্রত, নির্ভীক ও সচেতন দৈনিক ইত্তেহাদ-এর নির্মাণপর্ব চলছে, পাশেই থাকুন...
সুদান থেকে জেদ্দা হয়ে দিল্লীতে ৩৬০ জন

সুদান থেকে জেদ্দা হয়ে দিল্লীতে ৩৬০ জন

হিংসা-ধ্বস্ত সুদান থেকে ভারতীয়দের নিরাপদে ঘরে ফেরাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে ‘অপারেশন কাবেরী’৷ সেই অভিযানেই আরও ৩৬০ জন ভারতীয়কে নিয়ে জেড্ডা বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা দিল বিমান৷ শীঘ্রই তাঁদের পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হবেন তাঁরা৷ বুধবার বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরালীধরন এ কথা জানিয়েছেন৷

রাজধানী খার্তুমে সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক গোষ্ঠীগুলির মধ্যে লড়াই তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শংকর সোমবার জানিয়েছিলেন যে, সুদান থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য কাজ করছে ‘অপারেশন কাবেরী’৷ সুদানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের সরিয়ে আনার জন্য উদ্ধার অভিযানই হল অপারেশন কাবেরী।

এ দিন মুরলীধরন বলেন, “জেড্ডা বিমানবন্দরে নয়াদিল্লিগামী বিমানে ৩৬০ জন ভারতীয়কে দেখে দারুণ খুশি৷ তারা শীঘ্রই মাতৃভূমিতে পৌঁছে যাবেন, তাঁদের পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হবেন৷ অপারেশন কাবেরীর অধীনে সরকার সুদান থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে আনতে এবং তাঁদের নিরাপদে বাড়িতে ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করছে৷”

ভারতীয়দের উদ্ধার করতে ভারত সেখানে সামরিক বিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষের ফলে সুদানে রক্তপাত চলছে। ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি থাকলেও তারই মধ্যে হিংসার অভিযোগ উঠেছে।

সুদানের সেনাবাহিনীর নেতা আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং তাঁর ডেপুটি, আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট সোলজার্স (আরএসএফ) কমান্ডার মহম্মদ হামদান দাগলোর অনুগত সৈন্যদের মধ্যে লড়াই শুরু হয়েছে। সুদানের বন্দরে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এখনও পর্যন্ত, আনুমানিক ৩০০-৫০০ ভারতীয় নাগরিককে জাহাজের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে এবং অন্যান্যদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।

সরকারি সূত্রগুলি আরও জানিয়েছে যে, আইএনএস তেগ পোর্ট সুদানে অবস্থান করছে সেখান থেকে ভারতীয়দের জেড্ডায় নিয়ে যাওয়ার জন্য। এর আগে, আইএনএস সুমেধা ইতিমধ্যেই সেখান থেকে জেড্ডায় ২৭৮ জন ভারতীয়কে নামিয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, আইএনএস তর্কশ সেখানে অভিযানে অংশ নিতে আশেপাশেই রয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

শেয়ার করুন




©সর্বস্বত্ব স্বত্ত্বাধিকার সংরক্ষিত ২০২১-২০২২
Designed and developed by Smk Ishtiak