শুক্রবার ● ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ঘোষণা
প্রিয় পাঠকমন্ডলী, নতুন রূপে, নব উদ্যমে- দেশ ও দশের তথ্যতৃষ্ণা মেটাতে জাগ্রত, নির্ভীক ও সচেতন দৈনিক ইত্তেহাদ-এর নির্মাণপর্ব চলছে, পাশেই থাকুন...
বিমানবাহিনী প্রধানের সফরে ভারত-শ্রীলঙ্কা সম্পর্কোন্নয়ন

বিমানবাহিনী প্রধানের সফরে ভারত-শ্রীলঙ্কা সম্পর্কোন্নয়ন

চারদিনের শ্রীলঙ্কা সফরে গিয়েছেন ভারতের বিমান বাহিনী প্রধান (সিএএস) এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী। সোমবার, পহেলা মে, দ্বীপ রাষ্ট্রটির উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে বলা হয়েছে, মূলত, দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক ও কূটনীতি এগিয়ে নেয়াই এই সফরের লক্ষ্য।

জানা গিয়েছে, এবারের লঙ্কা সফরে দেশটির রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী, প্রতিরক্ষা স্টাফ প্রধান, প্রতিরক্ষা সচিব এবং শ্রীলঙ্কার নৌবাহিনী, বিমানবাহিনী, সেনাবাহিনীর কমান্ডার সহ বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন ভারতের বিমানবাহিনী প্রধান।

বিমান বাহিনীর তরফে দেয়া এক বিবৃতিতে জানা গিয়েছে, শ্রীলঙ্কা বিমান বাহিনীর কমান্ডার এয়ার মার্শাল এসকে পাথিরানার আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন ভারতীয় বিমান বাহিনী প্রধান। এসময়, সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি শ্রীলঙ্কার ন্যাশনাল ডিফেন্স কলেজের ছাত্র কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ এবং শ্রীলঙ্কার বিমান বাহিনী একাডেমি পরিদর্শন করবেন ভিআর চৌধুরী।

প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা খাতে ব্যাপক সম্পর্কোন্নয়ন ঘটিয়েছে ভারত মহাসাগরের দুই প্রতিবেশী দেশ ভারত এবং শ্রীলঙ্কা। ভারত সামরিক প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে শ্রীলঙ্কার প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

শেয়ার করুন




©সর্বস্বত্ব স্বত্ত্বাধিকার সংরক্ষিত ২০২১-২০২২
Designed and developed by Smk Ishtiak