সোমবার ● ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ঘোষণা
প্রিয় পাঠকমন্ডলী, নতুন রূপে, নব উদ্যমে- দেশ ও দশের তথ্যতৃষ্ণা মেটাতে জাগ্রত, নির্ভীক ও সচেতন দৈনিক ইত্তেহাদ-এর নির্মাণপর্ব চলছে, পাশেই থাকুন...
ভারত-ইইউ ‘টিটিসি’ মন্ত্রী পর্যায়ের বৈঠক ১৬ মে

ভারত-ইইউ ‘টিটিসি’ মন্ত্রী পর্যায়ের বৈঠক ১৬ মে

ভারত-ইইউ ট্রেড অ্যান্ড টেকনোলজি কাউন্সিল (টিটিসি) এর প্রথম মন্ত্রী পর্যায়ের সভা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১৬ মে বেলজিয়ামের ব্রাসেলসে বৈঠকটি আয়োজিত হবে। সেখানে ভারতের পক্ষে অংশ নিবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল এবং যোগাযোগ, ইলেকট্রনিক্স এবং প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অন্যদিকে, অন্যদিকে, ইইউ-এর পক্ষে অংশ নিবেন জোটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মার্গ্রেথ ভেস্টেগার এবং ভালদিস ডোমব্রোভস্কিস।

তথ্যটি নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র দপ্তর শুক্রবার এক বিবৃতি দিয়েছে। উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিলে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লেইন এর ভারত সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠককালে ভারত-ইইউ ট্রেড অ্যান্ড টেকনোলজি কাউন্সিল (টিটিসি) গঠনের ঘোষণা করা হয়েছিলো।

পরবর্তীতে সেই ঘোষণাটির বাস্তবায়নে তিনটি ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠিত হয়েছিলো। সেগুলো যথাক্রমে, (১) কৌশলগত প্রযুক্তি, ডিজিটাল গভর্নেন্স এবং ডিজিটাল সংযোগের উপর ওয়ার্কিং গ্রুপ; (২) ওয়ার্কিং গ্রুপ অন গ্রিন অ্যান্ড ক্লিন এনার্জি টেকনোলজি; এবং (৩) বাণিজ্য, বিনিয়োগ এবং স্থিতিস্থাপক মূল্য চেইনের উপর ওয়ার্কিং গ্রুপ। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

শেয়ার করুন




©সর্বস্বত্ব স্বত্ত্বাধিকার সংরক্ষিত ২০২১-২০২২
Designed and developed by Smk Ishtiak