পাক অধিকৃত কাশ্মীর নিয়ে বিস্ফোরক রাজনাথ সিং। জম্মুতে ‘ন্যাশনাল সিকিউরিটি কনক্লেভে’ বক্তৃতা দিতে গিয়ে প্রতিবেশী দেশ পাকিস্তানকে কড়া বার্তা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, পাক অধিকৃত কাশ্মীর আমাদেরই ছিল, আমাদের আছে, আমাদেরই অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে থাকবে। তিনি জানিয়ে দিয়েছেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে সংসদে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাক- অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ। পার্লামেন্টে অন্তত তিনটি প্রস্তাব গ্রহণ করা হয়েছে এই ব্যাপারে।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ৩৭০ ধারার বিলোপ নিয়ে কাশ্মীরের সাধারণ মানুষ অত্যন্ত খুশি। কারণ ৩৭০ ধারা ও ৩৫ এ ধারার কারণে জম্মু ও কাশ্মীরের সাধারণ মানুষ দেশের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন থাকতেন। এই ধারা বিলোপের পরই ভারতবর্ষ এখন এক ও অভিন্ন। লোকজন দেখছেন কাশ্মীরের লোকজন কত শান্তিতে বসবাস করেন। ভারত কাশ্মীর থেকে বিশ্বের নজর সরাতে সফল হয়েছে। পাকিস্তান কাশ্মীরকে নিজেদের বলে দাবি করলে। ওটা এদের হয়ে যায় না। পাকিস্তানকে বলব নিজেদের ঘর আগে সামলাক কড়া হুঁশিয়ারি রাজনাথের।
সম্প্রতি মার্কিন সফরে গিয়ে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর, ভারত ও আমেরিকা এক যৌথ বিবৃতিতে, সীমান্তের বারবার পাকিস্তানের সন্ত্রাসবাদে মদত দেওয়াকে নিন্দা করেছিল। পাকিস্তানের মাটিকে যাতে সন্ত্রাসবাদীরা নিজেদের কার্যসিদ্ধির উদ্দেশ্যে ব্যবহার করে সেই দিকেও কড়া নজর দিতে ইসলামাবাদকে বার্তাও দিয়েছে।
কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, অস্ত্রের যোগান বন্ধ করা হয়েছে। সন্ত্রাসবাদকে মুছে দেওয়া হয়েছে। এই অঞ্চলটি বেআইনিভাবে দখল করে রেখেছে পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের একটা বড় অংশ পাকিস্তানের অধিকৃত বলে বলা হয়। তিনি বলেন, জম্মু ও কাশ্মীরের একটা বড় অংশ পাকিস্তানের দখলে। ওখানকার মানুষ দেখছেন, ভারতীয় অংশে মানুষ কত শান্তিতে বাস করছে। বিশ্বের বেশিরভাগ বড় দেশ আজ জঙ্গিবাদের বিরুদ্ধে একজোট হয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত নিয়েও চীন ও আমাদের মধ্যে মতভেদ আছে। তবুও একাধিক ক্ষেত্রে প্রটোকল মেনে দুদেশের সেনা তাদের জায়গায় সামান্ত পাহারা দিচ্ছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক