অস্কারজয়ী ‘নাটু নাটু’ গানের সঙ্গে তাল মিলিয়ে কোমর দোলাবেন কি না, এমন প্রশ্ন সরাসরি উড়ে এল এস জয়শঙ্করের দিকে! ভারত-জাপান বিদেশমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের পরে এমন লঘু মুহূর্ত তৈরি হল আজ। সেই সঙ্গে সম্পর্কের পারস্পরিক রসায়নও সামনে চলে এল বলে মনে করছে কূটনৈতিক শিবির। ভারত সফররত জাপানের বিদেশমন্ত্রী ইয়োসিমাসা হায়াশি এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ যৌথ সাংবাদিক সম্মেলন করেন যথেষ্ট লঘু মেজাজেই। হায়াশি বলেন, ‘‘আমার প্রিয় ভারতীয় সিনেমা আরআরআর। আর প্রিয় অভিনেতা রামচরণ।’’
এর পরই জয়শঙ্করকে দেখিয়ে তিনি বলেন, ‘‘ওকে আমার অনেকটা ও রকমই লাগছে।’’ পাল্টা সাংবাদিক প্রশ্ন করেন, ‘‘তা হলে কি আপনারা দু’জন এক সঙ্গে নাটু নাটু গানে কোমর দোলাবেন?’’ জবাবে জয়শঙ্কর মজার ছলে বলেন, ‘‘না না আমি কিছুতেই ওঁর সঙ্গে নাচব না।’’ অট্টহাসিতে ফেটে পড়েন উপস্থিত সকলে।
আজ দ্বিপাক্ষিক বৈঠকের পরে হায়াশি জানিয়েছেন, উন্মুক্ত ও উদার ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্বার্থে ভারত এবং জাপান অপরিহার্য অংশীদার। নয়াদিল্লির সঙ্গে এই ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে চায় টোকিয়ো। তিনি জানান, ভারতের সঙ্গে প্রযুক্তি, পরিবেশ, সন্ত্রাসবাদ মোকাবিলার মতো ক্ষেত্রগুলিতে হাতে হাত মিলিয়ে কাজ করতে চায় জাপান। অন্য দিকে, জাপানকে ভারতের সহজাত অংশীদার হিসাবে বর্ণনা করেছেন জয়শঙ্কর।
উল্লেখ্য, ভারত বর্তমানে জি২০ জোটের এবং জাপান জি৭ জোটের সভাপতিত্ব করছে এবং উভয় রাষ্ট্র কোয়াড জোটের গুরুত্বপূর্ণ অংশীদার। বিগত দশ বছরে দু দেশের মধ্যকার সম্পর্ক অতীতের সমস্ত রেকর্ড অতিক্রম করেছে। উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে উভয়ের মধ্যকার বাণিজ্য। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক