তানজানিয়ার জাঞ্জিবারে ক্যাম্পাস খোলার এবং ভর্তি আবেদন গ্রহণের যাবতীয় প্রক্রিয়া শুরু করে দিয়েছে ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), মাদ্রাজ। ইতোমধ্যে জানজিবার ক্যাম্পাসটি চালু করার জন্য বল রোলিং সেট করেছে প্রতিষ্ঠানটি। ফলত, আগস্টের প্রথম দিন থেকেই ছাত্র ভর্তি প্রক্রিয়া শুরু করলো বিশ্বনন্দিত এই ক্যাম্পাস।
উল্লেখ্য, কিছুদিন পূর্বে তানজানিয়া গিয়েছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তির উদ্বোধন করেছিলেন তিনি। একই সময়ে, পূর্ব আফ্রিকার দেশটিতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির একটি শাখা স্থাপনের কথা ঘোষণা করেছিলেন তিনি। সফরের মধ্যে জাঞ্জিবারের প্রেসিডেন্ট হুসেন আলি মিনউইর সঙ্গে এ সংক্রান্ত একটি মউ চুক্তি স্বাক্ষর হয়।
এই প্রথম দেশের বাইরে খোলা হচ্ছে আইআইটির শাখা। সূত্রের খবর, আগামী অক্টোবর মাস থেকে জাঞ্জিবারে আইআইটি ক্যাম্পাসের পঠন-পাঠন শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে। আপাতত ৫০ জন স্নাতক এবং ২০ জন স্নাতকোত্তর পড়ুয়া নিয়ে শুরু হবে পঠনপাঠন। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক