বিশ্বজুড়ে অস্থির পরিস্থিতির তৈরি হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে। দুই দেশের মধ্যে গত বছর শুরু হয় যুদ্ধ। যার ফলে খাদ্যশস্যের অভাব দেখা যায় বিশ্বজুড়ে। এক জার্নালের প্রতিবেদন সুত্রে জানা যায়, সৌদি আরবের জেদ্দায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাধানসুত্র খুঁজতে আন্তর্জাতিক স্তরে আলোচনার ডাক দেওয়া হয়েছে আগামী ৫ ও ৬ অগাস্ট। এক প্রবীণ কূটনীতিক জেদ্দায় যাবেন দু’দেশের সঙ্গে কথা বলতে।
ভারত, আমেরিকা, ব্রাজিল, মিশর, মেক্সিকো, চিলি-সহ মোট ৩০টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে এই আলোচনায়। এই যুদ্ধের পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া ইউক্রেন দুই দেশের প্রধানের সঙ্গেই কথা বলেছেন।
উল্লেখ্য, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় পেরিয়েছে দেড় বছর। দুই দেশের মধ্যে আক্রমণ পালটা আক্রমণের ধারা আজও অব্যাহত। এই যুদ্ধের কারনে গোটা দুনিয়ায় প্রভাব পড়েছে মারাত্মক। রিপোর্ট বলছে, ইউক্রেনে রুশ হামলার জেরে খাদ্য, জ্বালানি বা আর্থিক, কোনও না কোনও সংকটের মুখে পড়তে হয়েছে বিশ্বের ১৬০ কোটি মানুষকে।
এই পরিস্থিতিতে সৌদি আরব উদ্যোগ নিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাধান সূত্র বের করতে। তবে জেদ্দায় অনুষ্ঠিত সম্মেলনে কোনও প্রতিনিধি রাশিয়া আদৌ পাঠাবে কিনা সে বিষয়ে খোলসা করে কিছুই বলেনি। ফলত যুদ্ধ থামাতে সৌদি আরবের এই উদ্যোগের কোন ইতিবাচক ফল মিলবে কি না তা নিয়েও রয়েছে যথেষ্ট ধোঁয়াশা।
ভারত ইতোমধ্যে নিশ্চিত করেছে এই বৈঠকে যোগদানের বিষয়ে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক