প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নেপালের প্রধানমন্ত্রী শ্রী পুষ্প কুমার দহল প্রচন্ড’র সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। উভয় নেতা ভারত-নেপাল দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করেছেন। প্রধানমন্ত্রী প্রচন্ড ৩১ মে থেকে ৩ জুন ভারত সফরকালে বিভিন্ন আলোচনায় গৃহীত সিদ্ধান্ত কতটা বাস্তবায়িত হয়েছে তা নিয়ে তাঁরা পর্যালোচনা করেছেন। এর ফলে প্রতিবেশী দুটি দেশের মধ্যে বন্ধন আরও শক্তিশালী হবে।
ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতির গুরুত্বপূর্ণ অংশীদার নেপাল। উভয় দেশের মধ্যে নিবিড় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। দু-দেশের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময়ের ঐতিহ্য বজায় রেখে টেলিফোনে বাক্যালাপ হয়েছে।
এর আগে গত ১ জুন উত্তর প্রদেশের বাহরইচে, ভারত-নেপাল সীমান্ত বরাবর উত্তর প্রদেশের প্রথম স্থল বন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল ‘প্রচন্ড’। এদিন সকাল সাড়ে এগারোটায় নয়া দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে এই ‘রূপাইডিহা ল্যান্ড পোর্ট’-এর উদ্বোধন করেন দুই প্রধানমন্ত্রী। এই স্থল বন্দরটি তৈরি করেছে ভারতের ল্যান্ড পোর্ট অথরিটি। ল্যান্ড পোর্ট হল আন্তর্জাতিক সীমান্তের এক অংশ, যেখান দিয়ে পণ্যবাহী এবং যাত্রীবাহী যানবাহন পরিবহণ নিয়ন্ত্রণ করা হয়। রূপাইডিহা স্থলবন্দরটি তৈরি করা হয়েছে ১১৫ একর জমির উপর, খরচ হয়েছে প্রায় ২০০ কোটি টাকা। ভারত-নেপাল আন্তর্জাতিক সীমান্তের দুই পাশেই বেশ কয়েকটি চেক পোস্ট স্থাপন করা হয়েছে। সীমান্তের দুই পাশের এই চেকপয়েন্টগুলিতে এক ছাদের নীচেই দুই দেশের শুল্ক, অভিবাসন ও অন্যান্য পরিষেবা বিভাগগুলিকে আনা হয়েছে। এর ফলে পণ্যবাহী ট্রাকগুলির আন্তঃসীমান্ত পরিবহণ আরও সহজতর হবে বলে আশা করা হচ্ছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক