০২:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ব্রিকস ব্যবসায়ী নেতাদের ভারতে বিনিয়োগের ডাক মোদীর

তাঁর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অনন্ত নাগেশ্বরণ দাবি করেছিলেন মাস দু’য়েক আগে। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন, দক্ষিণ আফ্রিকা) রাষ্ট্রগোষ্ঠীর শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করলেন, আগামী কিছুদিনের মধ্যেই ভারতের অর্থনীতি পাঁচ ট্রিলিয়ন ডলার (পাঁচ লক্ষ কোটি ডলার বা প্রায় ৩৯০ লক্ষ কোটি টাকা) ছুঁয়ে ফেলবে।

জোহানেসবার্গে ‘ব্রিকস বিজনেস ফোরাম’-এর বৈঠকে গত ন’বছর ধরে তাঁর সরকারের বিভিন্ন আর্থিক সংস্কার কর্মসূচির উদাহরণ তুল ধরে মোদী বলেন, ‘‘এতে কোন সন্দেহ নেই যে ভারত আগামী বছরগুলিতে বিশ্বের বৃদ্ধির ইঞ্জিন হয়ে উঠবে। বিশ্ব জুড়ে অর্থনৈতিক অস্থিরতার আবহে ভারত এখন সবচেয়ে দ্রুত বিকাশশীল অর্থনীতি। কিছু দিনের মধ্যেই যা পাঁচ ট্রিলিয়ন ডলারে পৌঁছবে।’’

আন্তর্জাতিক অর্থ ভান্ডার (আইএমএফ)-এর একটি রিপোর্ট হাতিয়ার করে জুন মাসে নাগেশ্বরম দাবি করেছিলেন, আগামী পাঁচ বছর অর্থাৎ ২০২৭ সালের মধ্যে ভারতীয় অর্থনীতি পাঁচ ট্রিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলবে। তবে মোদী মঙ্গলবার এ ক্ষেত্রে নির্দিষ্ট কোনও সময়সীমা ঘোষণা করেননি। ঘটনাচক্রে, ২০১৯ সালে ব্রিকস শীর্ষ সম্মেলনেই তিনি দাবি করেছিলেন, পরবর্তী পাঁচ বছরের মধ্যে ভারতীয় অর্থনীতি পাঁচ ট্রিলিয়ন ডলারে পৌঁছবে। সেই হিসাবে মোদীর দেওয়া সময়সীমা শেষ হচ্ছে ২০২৪ সালে!

২০১৯-এ মোদীর ওই ঘোষণার সময় ভারতের অর্থনীতি ছিল ২.৬ লক্ষ কোটি ডলারের। সে সময় বিশেষজ্ঞদের একাংশ প্রশ্ন তুলেছিল, ভারতের বৃদ্ধি নিয়ে যে ইঙ্গিত মিলছে, তাতে ২০২৪ সালের মধ্যে পাঁচ লক্ষ কোটি ডলারের অর্থনীতি কী ভাবে হওয়া সম্ভব, তা স্পষ্ট নয়। এ ছাড়া, চিনের সঙ্গে বাণিজ্যে ভারত টক্কর দিতে কতটা তৈরি, তা নিয়েও উঠেছিল। বস্তুত, ২০২৪ সালের মধ্যে পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছনো যে ভারতের পক্ষে সম্ভব নয়, তা ইতিমধ্যেই স্পষ্ট বলে বিশেষজ্ঞদের একাংশের মত। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

ব্রিকস ব্যবসায়ী নেতাদের ভারতে বিনিয়োগের ডাক মোদীর

প্রকাশ: ০৬:১৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩

তাঁর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অনন্ত নাগেশ্বরণ দাবি করেছিলেন মাস দু’য়েক আগে। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন, দক্ষিণ আফ্রিকা) রাষ্ট্রগোষ্ঠীর শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করলেন, আগামী কিছুদিনের মধ্যেই ভারতের অর্থনীতি পাঁচ ট্রিলিয়ন ডলার (পাঁচ লক্ষ কোটি ডলার বা প্রায় ৩৯০ লক্ষ কোটি টাকা) ছুঁয়ে ফেলবে।

জোহানেসবার্গে ‘ব্রিকস বিজনেস ফোরাম’-এর বৈঠকে গত ন’বছর ধরে তাঁর সরকারের বিভিন্ন আর্থিক সংস্কার কর্মসূচির উদাহরণ তুল ধরে মোদী বলেন, ‘‘এতে কোন সন্দেহ নেই যে ভারত আগামী বছরগুলিতে বিশ্বের বৃদ্ধির ইঞ্জিন হয়ে উঠবে। বিশ্ব জুড়ে অর্থনৈতিক অস্থিরতার আবহে ভারত এখন সবচেয়ে দ্রুত বিকাশশীল অর্থনীতি। কিছু দিনের মধ্যেই যা পাঁচ ট্রিলিয়ন ডলারে পৌঁছবে।’’

আন্তর্জাতিক অর্থ ভান্ডার (আইএমএফ)-এর একটি রিপোর্ট হাতিয়ার করে জুন মাসে নাগেশ্বরম দাবি করেছিলেন, আগামী পাঁচ বছর অর্থাৎ ২০২৭ সালের মধ্যে ভারতীয় অর্থনীতি পাঁচ ট্রিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলবে। তবে মোদী মঙ্গলবার এ ক্ষেত্রে নির্দিষ্ট কোনও সময়সীমা ঘোষণা করেননি। ঘটনাচক্রে, ২০১৯ সালে ব্রিকস শীর্ষ সম্মেলনেই তিনি দাবি করেছিলেন, পরবর্তী পাঁচ বছরের মধ্যে ভারতীয় অর্থনীতি পাঁচ ট্রিলিয়ন ডলারে পৌঁছবে। সেই হিসাবে মোদীর দেওয়া সময়সীমা শেষ হচ্ছে ২০২৪ সালে!

২০১৯-এ মোদীর ওই ঘোষণার সময় ভারতের অর্থনীতি ছিল ২.৬ লক্ষ কোটি ডলারের। সে সময় বিশেষজ্ঞদের একাংশ প্রশ্ন তুলেছিল, ভারতের বৃদ্ধি নিয়ে যে ইঙ্গিত মিলছে, তাতে ২০২৪ সালের মধ্যে পাঁচ লক্ষ কোটি ডলারের অর্থনীতি কী ভাবে হওয়া সম্ভব, তা স্পষ্ট নয়। এ ছাড়া, চিনের সঙ্গে বাণিজ্যে ভারত টক্কর দিতে কতটা তৈরি, তা নিয়েও উঠেছিল। বস্তুত, ২০২৪ সালের মধ্যে পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছনো যে ভারতের পক্ষে সম্ভব নয়, তা ইতিমধ্যেই স্পষ্ট বলে বিশেষজ্ঞদের একাংশের মত। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক