শুক্রবার ● ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
গরিবি হঠাওয়ের ডাক দিত বিগত সরকার। কিন্তু স্বাধীনতার এত বছর পরে দারিদ্রতা কতটা দূর হয়েছে তা নিয়ে বিতর্কটা থেকেই গিয়েছে। তবে এবার দারিদ্রতা দূরীকরণ নিয়ে অনেকটাই আশার কথা শোনালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে বি-২০ মিটিংয়ে এনিয়ে আলোর দিশা দেখিয়েছেন মোদী।
মোদী বলেন, আরও বেশি করে মানুষ দারিদ্রতা থেকে বেরিয়ে আসছেন। এবার থেকে তাঁরা সেই নতুন মধ্যবিত্ত শ্রেণির মধ্যে যুক্ত হচ্ছেন। তিনি জানিয়েছেন, দেখুন যাঁরা দারিদ্রতা থেকে মুক্ত হচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসছেন তাঁরা নয়া মধ্যবিত্ত শ্রেণির মধ্যে যুক্ত হচ্ছেন। আর তাঁরাই হলেন ভালো ক্রেতা।
মোদী জানিয়েছেন, তাঁরা নতুন আশা নিয়ে এগিয়ে আসছেন। তাঁরা ভারতের অর্থনৈতিক বৃদ্ধিতে বড় কাজ করছেন। গরিবদের উন্নতিতে সরকার কাজ করে যাচ্ছে। আর তার পরের ধাপেই রয়েছেন মধ্যবিত্ত শ্রেণি। মোদী জানিয়েছেন, এই যে সরকার গরিবদের জন্য কাজ করে যাচ্ছে দেখবেন আগামী ৫-৭ বছরের মধ্য়ে মধ্যবিত্ত শ্রেণির সংখ্যা ক্রমশ বাড়তেই থাকবে।
তিনি জানিয়েছেন, এই যে মধ্যবিত্ত শ্রেণির ক্রয় ক্ষমতা বেড়ে যাচ্ছে তার জেরে ব্যবসার ক্ষেত্রে অনেকটাই সুবিধে হবে। তবে আমরা যদি আত্মকেন্দ্রিক হয়ে থাকি তবে মনে হয় না আমরা নিজেদের ভালো কিছু করতে পারব বা গোটা বিশ্বের জন্য কিছু করতে পারব।
মোদী জানিয়েছেন, ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে একটি ভারসাম্য থাকলে তবেই লাভজনক বাজার তৈরি হবে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। শুধু বাজারের দিক থেকে লক্ষ্য রেখে কোনও দেশকে বিচার করা হলে সেটা উৎপাদনকারী দেশের ক্ষতি করে দেবে। এগিয়ে চলার একটাই পথ যাতে সকলকে নিয়ে এগিয়ে যাওয়া যাবে।
বিজনেস ২০ গ্রুপ হল জি-২০ গ্রুপের একটা অংশ। আন্তর্জাতিক ব্যবসায়ী কমিউনিটির সঙ্গে তাল মিলিয়ে এখানে কাজ হত। সূত্রের খবর, এই বি-২০ সম্মেলনের মাধ্যমে ৫৪টি সুপারিশ ও ১৭২টি পলিসি তৈরি করা হয়েছে। এগুলি পাঠানো হচ্ছে জি-২০ সম্মেলনের জন্য। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক