শুক্রবার ● ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ঘোষণা
প্রিয় পাঠকমন্ডলী, নতুন রূপে, নব উদ্যমে- দেশ ও দশের তথ্যতৃষ্ণা মেটাতে জাগ্রত, নির্ভীক ও সচেতন দৈনিক ইত্তেহাদ-এর নির্মাণপর্ব চলছে, পাশেই থাকুন...
ভারতের নয়া রণতরী ‘মহেন্দ্রগিরি’ লঞ্চ ১ সেপ্টেম্বর

ভারতের নয়া রণতরী ‘মহেন্দ্রগিরি’ লঞ্চ ১ সেপ্টেম্বর

মুম্বইয়ের মাজেগাওঁ ডকে শুক্রবার ‘মহেন্দ্রগিরি’ নামক নয়া রণতরীটিকে  লঞ্চ করবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের স্ত্রী সুদেশ ধনখড়। ভারতের প্রোজেক্ট ১৭এ-র সপ্তম রণতরী মহেন্দ্রগিরি। এই রণতরীটি তৈরি করেছে মাজেগাওঁ ডক শিপবিল্ডার্স লিমিটেড। এই ১৭এ প্রকল্পের অধীনে ৪টি রণতরী তৈরি হয়েছে মাজেগাওঁতে। বাকি তিনটি তৈরি করেছেছে কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স ইঞ্জিনিয়ারিং।

এর আগে গত ১৭ অগস্ট কলকাতায় এসে ‘বিন্ধ্যগিরি’ নামক রণতরী জলে ছেড়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই রণতরীটিও নৌসেনার ১৭এ প্রকল্পের অধীনেই তৈরি হয়েছিল। নারকেল ফাটিয়ে এই রণতরীর উদ্বোধন করেছিলেন রাষ্ট্রপতি। সুন্দর মালা দিয়ে সাজানো হয়েছিল বিন্ধ্যগিরিকে। আর এর দু’সপ্তাহের মধ্যেই আবারও এই প্রকল্পের অধীনে তৈরি আরও এক রণতরী হাতে পেতে চলেছে নৌসেনা।

বিন্ধ্যগিরির মতো মহেন্দ্রগিরিতেও রয়েছে স্টেলথ ফিচার, আধুনিক যুদ্ধাস্ত্র এবং অত্যাধুনিক সেন্সর। এর ডিজাইন তৈরি হয়েছে ভারতেই। ভারতীয় নৌবাহিনীর যুদ্ধাজাহাজ ডিজাইন ব্যুরো এর দায়িত্বে ছিল। প্রোজেক্ট ১৭-এ ক্লাসের জাহাজগুলি তৈরির জন্য যা যা সামগ্রী প্রয়োজন হয়েছে তার ৭৫ শতাংশ ভারতীয় সংস্থা থেকেই কেনা হয়েছে। একাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাও রয়েছে ওই তালিকায়।

উল্লেখ্য, যুদ্ধজাহাজ তৈরির জন্য যাতে বিদেশের উপর নির্ভরতা কমানো সম্ভব হয়, তার জন্যই প্রোজেক্ট ১৭এ-র অধীনে রণতরী নির্মাণ শুরু করেছিল ভারত। মহেন্দ্রগিরি এবং বিন্ধ্যগিরির আগে আইএনস নীলগিরি, উদয়গিরি, হিমগিরি, তরগিরি, দুনাগিরি তৈরি হয়েছে প্রোজেক্ট ১৭এ-র অধীনে। এগুলি ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে লঞ্চ করা হয়েছিল।

প্রসঙ্গত, সাম্প্রতিককালে ভারত মহাসাগর এবং তার পূর্ব দিকে দক্ষিণ চিন সাগরে গতিবিধি বেড়েছে চিনের পিপলস লিবারেশন আর্মির। শ্রীলঙ্কার বন্দরে আসছে তাদের গুপ্তচর জাহাজ। এই পরিস্থিতিতে সমুদ্রে নিজেদের পরিস্থিতির জানান দিতে প্রস্তুত ভারত। এবং তার জন্য ‘আত্মনির্ভর’ হতে চাইছে দিল্লি। অন্য দেশের ওপর নির্ভর না করে নিজেদের দক্ষতাতেই সমুদ্র জয়ে রছক কষতে চায় ভারত। আর সেই পরিকল্পনায় অন্যতম গুরুত্বপূর্ণ ঘুঁটি হল এই প্রোজেক্ট ১৭এ। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

শেয়ার করুন




©সর্বস্বত্ব স্বত্ত্বাধিকার সংরক্ষিত ২০২১-২০২২
Designed and developed by Smk Ishtiak