০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আরিফিন শুভ আমার ছোটবেলার ক্রাশ: মন্দিরা

প্রথম সিনেমা ‘কাজল রেখা’ মুক্তির আগেই দ্বিতীয় সিনেমার কাজ শুরু করলেন এ প্রজন্মের অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। নতুন সিনেমার নাম ‘নীলচক্র’। ‘নীলচক্র’ নামের সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন আরিফিন শুভ। সিনেমাটি পরিচালনা করছেন মিঠু খান।

এ সিনেমায় অভিনয় প্রসঙ্গে মন্দিরা বলেন, আরিফিন শুভ আমার ছোটবেলার ক্রাশ। তার অভিনয়ের ভীষণ ভক্ত আমি। নায়ক হিসেবে তিনি ভীষণ প্রিয়। এখন তার বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করছি। খুব ভালো লাগছে।

সিনেমায় মন্দিরাকে দেখা যাবে রাইমা নামে একটি চরিত্রে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কাজল রেখা শেষ করার পর অনেক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কিন্তু প্রথমটি মুক্তির আগে যেন অন্য সিনেমায় অভিনয় না করি সেই অনুরোধ ছিল নির্মাতার। অবশেষে প্রথম সিনেমার মুক্তির তারিখ নির্ধারিত হওয়ার পরই দ্বিতীয়টির কাজ শুরু করি। সবার আশীর্বাদ কামনা করছি।’

প্রসঙ্গত, গিয়াসউদ্দিন পরিচালিত ‘কাজল রেখা’ মুক্তি পাবে ১৬ ফেব্রুয়ারি, এমনটাই জানিয়েছেন পরিচালক। এ সিনেমায় নাম ভূমিকার দুটি চরিত্রের মধ্যে একটিতে অভিনয় করেছেন মন্দিরা।

 

ট্যাগ:

আরিফিন শুভ আমার ছোটবেলার ক্রাশ: মন্দিরা

প্রকাশ: ০৬:১৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪

প্রথম সিনেমা ‘কাজল রেখা’ মুক্তির আগেই দ্বিতীয় সিনেমার কাজ শুরু করলেন এ প্রজন্মের অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। নতুন সিনেমার নাম ‘নীলচক্র’। ‘নীলচক্র’ নামের সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন আরিফিন শুভ। সিনেমাটি পরিচালনা করছেন মিঠু খান।

এ সিনেমায় অভিনয় প্রসঙ্গে মন্দিরা বলেন, আরিফিন শুভ আমার ছোটবেলার ক্রাশ। তার অভিনয়ের ভীষণ ভক্ত আমি। নায়ক হিসেবে তিনি ভীষণ প্রিয়। এখন তার বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করছি। খুব ভালো লাগছে।

সিনেমায় মন্দিরাকে দেখা যাবে রাইমা নামে একটি চরিত্রে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কাজল রেখা শেষ করার পর অনেক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কিন্তু প্রথমটি মুক্তির আগে যেন অন্য সিনেমায় অভিনয় না করি সেই অনুরোধ ছিল নির্মাতার। অবশেষে প্রথম সিনেমার মুক্তির তারিখ নির্ধারিত হওয়ার পরই দ্বিতীয়টির কাজ শুরু করি। সবার আশীর্বাদ কামনা করছি।’

প্রসঙ্গত, গিয়াসউদ্দিন পরিচালিত ‘কাজল রেখা’ মুক্তি পাবে ১৬ ফেব্রুয়ারি, এমনটাই জানিয়েছেন পরিচালক। এ সিনেমায় নাম ভূমিকার দুটি চরিত্রের মধ্যে একটিতে অভিনয় করেছেন মন্দিরা।