মেহেরপুরের গাংনী উপজেলায় দুজন কৃষকের ছয় বিঘা জমির কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার উপজেলার বালিয়াঘাট গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষকের ধারণা, রাজনৈতিক বিরোধ কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামের মাঠে কৃষক সাহজাহান আলী ও রহিদুল ইসলাম যৌথভাবে ছয় বিঘা জমি ইজারা নিয়ে কলাগাছের বাগান করেছিলেন। এক সপ্তাহের মধ্যে বাজারে কলা তোলা যেত। রোববার সকালে কাটা গাছ দেখে প্রতিবেশীরা সাহজাহান ও রহিদুলকে খবর দেন। পরে কলাবাগানে গিয়ে তাঁরা কান্নায় ভেঙে পড়েন।