সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কাইলানী হাওরে স্থানীয় লোকজনের বাধায় বন্ধ হওয়া গুবরিয়া খাল ফসল রক্ষা বাঁধের ১৬ নম্বর প্রকল্পের কাজ আবার শুরু হয়েছে। পুলিশের পাহারায় আজ রোববার সকাল ১০টা থেকে প্রকল্পের কাজ শুরু হয়। স্থানীয় লোকজনের বাধায় গত বৃহস্পতিবার থেকে ওই প্রকল্পের কাজ বন্ধ ছিল।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমা বিকেলে প্রথম আলোকে বলেন, স্থানীয় কয়েকজন বাধা দেওয়ায় কাইলানী হাওরের ১৬ নম্বর প্রকল্পের কাজ দুই দিন বন্ধ ছিল। বিষয়টি সমাধান করে আজ সকাল থেকে বাঁধের কাজ শুরু হয়েছে।