০১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

স্বাধীনতার পর ৫২ বছরেও বিনিয়োগ নীতি হয়নি: মাশরুর

দেশে বিদেশি বিনিয়োগ আসছে না। বিনিয়োগ আনার জন্য সেভাবে আদৌ চেষ্টা করা হচ্ছে কি না, তা নিয়েও কথা আছে। স্বাধীনতার পর ৫২ বছরেও কোনো বিনিয়োগ নীতি হয়নি। নতুন করে উদ্যোগ নেওয়া হলেও কবে তা আলোর মুখ দেখবে, সেটি নিশ্চিত নয়।

পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান এম মাশরুর রিয়াজ আজ শনিবার ‘অর্থনীতি: নতুন সরকারের চ্যালেঞ্জ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন। প্রথম আলো আয়োজিত এই বৈঠকে অর্থনীতিবিদ, গবেষক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

মাশরুর রিয়াজ বলেন, দেশের বিনিয়োগ আইন অনেক পুরোনো। স্বাধীনতার পর ৫২ বছরেও কোনো বিনিয়োগ নীতিমালা হয়নি। বিনিয়োগ নীতি করার একটা উদ্যোগ মাত্র নেওয়া হয়েছে। কবে তা হবে, সেটিই এখন দেখার বিষয়। বিনিয়োগবান্ধব দু-একটা চিন্তা যে এর মধ্যে করা হয়নি, তা নয়। যেমন ওয়ান–স্টপ সল্যুশন বা এক দরজায় সব সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

ট্যাগ:

স্বাধীনতার পর ৫২ বছরেও বিনিয়োগ নীতি হয়নি: মাশরুর

প্রকাশ: ০৫:৫০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪

দেশে বিদেশি বিনিয়োগ আসছে না। বিনিয়োগ আনার জন্য সেভাবে আদৌ চেষ্টা করা হচ্ছে কি না, তা নিয়েও কথা আছে। স্বাধীনতার পর ৫২ বছরেও কোনো বিনিয়োগ নীতি হয়নি। নতুন করে উদ্যোগ নেওয়া হলেও কবে তা আলোর মুখ দেখবে, সেটি নিশ্চিত নয়।

পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান এম মাশরুর রিয়াজ আজ শনিবার ‘অর্থনীতি: নতুন সরকারের চ্যালেঞ্জ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন। প্রথম আলো আয়োজিত এই বৈঠকে অর্থনীতিবিদ, গবেষক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

মাশরুর রিয়াজ বলেন, দেশের বিনিয়োগ আইন অনেক পুরোনো। স্বাধীনতার পর ৫২ বছরেও কোনো বিনিয়োগ নীতিমালা হয়নি। বিনিয়োগ নীতি করার একটা উদ্যোগ মাত্র নেওয়া হয়েছে। কবে তা হবে, সেটিই এখন দেখার বিষয়। বিনিয়োগবান্ধব দু-একটা চিন্তা যে এর মধ্যে করা হয়নি, তা নয়। যেমন ওয়ান–স্টপ সল্যুশন বা এক দরজায় সব সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।