ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, ‘ফাইটার’ সিনেমার চারটি দৃশ্য সংশোধন করতে বলেছে সেন্সর বোর্ড। ছবিটির অন্তরঙ্গ কয়েকটি দৃশ্যে সংশোধন করতে বলেছে। এ ছাড়া বিভিন্ন ভাষায় ধূমপান–বিরোধী কড়া বার্তা দিতেও বলেছে সেন্সর বোর্ড।
গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি দিয়েছে সেন্সর বোর্ড। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি ২ ঘণ্টা ৪৬ মিনিট দৈর্ঘ্যের হতে যাচ্ছে। ২৫ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
অ্যারিয়াল অ্যাকশনধর্মী সিনেমাটিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন। এ ছাড়া ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনিল কাপুরকে।
পরিচালক সিদ্ধার্থ আনন্দ এই সময়ে ভারতের বাণিজ্যিক ছবির অন্যতম শীর্ষ পরিচালক। গত বছর ২৫ জানুয়ারি মুক্তি পাওয়া তাঁর পরিচালিত সিনেমা ‘পাঠান’ প্রেক্ষাগৃহ থেকে এক হাজার কোটি রুপির বেশি ব্যবসা করে।