গতকাল শুক্রবার বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে ব্রাত্য বসুর সিনেমা ‘হুব্বা’। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনয়শিল্পী মোশাররফ করিম। মুক্তির পর থেকেই প্রশংসা পাচ্ছে ছবিটি, হুব্বার চরিত্রে মোশাররফ করিমকে প্রশংসায় ভাসিয়েছেন সমালোচকেরা।
‘প্রধান চরিত্রে ওপার বাংলার মোশাররফ করিমের মস্তানি এতটাই বিশ্বাসযোগ্য, অবাক হতে হয়’, এভাবেই মোশাররফ করিমের অভিনয়ের প্রশংসা করা হয়েছে পশ্চিমবঙ্গের গণমাধ্যম সংবাদ প্রতিদিনের অনলাইন সংস্করণে।