০১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ম্যান্ডেলার জিনিসপত্র নিলামে, সরকারের মানা

বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার ৭০টি ব্যক্তিগত জিনিস যুক্তরাষ্ট্রে নিলামে তুলছেন তাঁর মেয়ে মাকাজিউয়ে। কিন্তু বিতর্কিত এ নিলাম ঠেকানোর চেষ্টা করছে দক্ষিণ আফ্রিকার সরকার। নিলামে তোলা ম্যান্ডেলার ব্যক্তিগত জিনিসের মধ্যে রয়েছে এক জোড়া শ্রবণযন্ত্র, পরিচয়পত্র, বিশ্বনেতাদের দেওয়া কিছু উপহার ও তাঁর কিছু পোশাক। ম্যান্ডেলার এ পোশাকের মধ্যে রয়েছে তাঁর বিখ্যাত জামা। ‘মাদিবা শার্ট’ নামের এই জামা বিশেষ অনুষ্ঠান উপলক্ষে পরতেন ম্যান্ডেলা। ১৯৯৮ ও ২০০৩ সালে তিনি ব্রিটেনের রানির সঙ্গে দেখা করার সময়ও এ জামা পরেছিলেন।

২০১৩ সালের ৫ ডিসেম্বর সন্ধ্যায় জোহানেসবার্গে শেষনিশ্বাস ত্যাগ করেন শান্তি, সমঝোতা ও মিলনের প্রতীক, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা। তাঁর মেয়ে মাকাজিউয়ের নিলাম বন্ধ করতে দক্ষিণ আফ্রিকার সরকার বলছে, ম্যান্ডেলার জিনিসগুলো সরকারি সম্পত্তি। দেশের আইন অনুযায়ী, যেসব জিনিস জাতীয় ঐতিহ্যের অংশ, তা দেশের বাইরে নেওয়া যাবে না।

ট্যাগ:

ম্যান্ডেলার জিনিসপত্র নিলামে, সরকারের মানা

প্রকাশ: ০১:০০:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪

বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার ৭০টি ব্যক্তিগত জিনিস যুক্তরাষ্ট্রে নিলামে তুলছেন তাঁর মেয়ে মাকাজিউয়ে। কিন্তু বিতর্কিত এ নিলাম ঠেকানোর চেষ্টা করছে দক্ষিণ আফ্রিকার সরকার। নিলামে তোলা ম্যান্ডেলার ব্যক্তিগত জিনিসের মধ্যে রয়েছে এক জোড়া শ্রবণযন্ত্র, পরিচয়পত্র, বিশ্বনেতাদের দেওয়া কিছু উপহার ও তাঁর কিছু পোশাক। ম্যান্ডেলার এ পোশাকের মধ্যে রয়েছে তাঁর বিখ্যাত জামা। ‘মাদিবা শার্ট’ নামের এই জামা বিশেষ অনুষ্ঠান উপলক্ষে পরতেন ম্যান্ডেলা। ১৯৯৮ ও ২০০৩ সালে তিনি ব্রিটেনের রানির সঙ্গে দেখা করার সময়ও এ জামা পরেছিলেন।

২০১৩ সালের ৫ ডিসেম্বর সন্ধ্যায় জোহানেসবার্গে শেষনিশ্বাস ত্যাগ করেন শান্তি, সমঝোতা ও মিলনের প্রতীক, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা। তাঁর মেয়ে মাকাজিউয়ের নিলাম বন্ধ করতে দক্ষিণ আফ্রিকার সরকার বলছে, ম্যান্ডেলার জিনিসগুলো সরকারি সম্পত্তি। দেশের আইন অনুযায়ী, যেসব জিনিস জাতীয় ঐতিহ্যের অংশ, তা দেশের বাইরে নেওয়া যাবে না।