জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘আমরা গত সংসদে বিরোধী দল ছিলাম; প্রধান বিরোধী দল। দেশ ও জাতির কল্যাণে সব সময় আমরা বিরোধী দলের ভূমিকা পালন করেছি। সরকারের গঠনমূলক সমালোচনা, আমাদের সুপারিশসহ অনিয়ম-দুর্নীতি জনগণের পক্ষে যেগুলো দাবি উত্থাপন করার কথা, সেগুলো আমরা করেছি।’
আজ শনিবার বিকেলে রংপুরে তিন দিনের সফরে এসে শহরের সেনপাড়ায় পৈতৃক বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জি এম কাদের এসব কথা বলেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘বর্তমান সংসদে দুটি দল। একটা হলো আওয়ামী লীগ, নৌকা মার্কা নিয়ে দল হিসেবে সরকার গঠন করেছে, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। তারপরেই আমাদের ১১ জন সদস্য, লাঙ্গল প্রতীক নিয়ে আলাদা একটি রাজনৈতিক দল। সেই কারণে আমরা মনে করি সরকারের বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
জি এম কাদের বলেন, ‘জাতীয় পার্টিকে তেমন কোনো অবস্থান না দিলেও দেশ ও জাতির কল্যাণে সরকারের বিরুদ্ধে একমাত্র দল হিসেবে আমাদের দায়িত্ব থাকবে সরকারের সমালোচনা করা। সরকারের খারাপ জিনিসগুলো তুলে ধরা এবং বিভিন্ন সুপারিশ দিয়ে সরকারকে সহায়তা করে সঠিক পথে চালানো করা। কাজেই আমরা যেকোনো পর্যায়ে আমাদের সিদ্ধান্ত হলো, আমরা বিরোধী দলের ভূমিকা পালন করব।’