এই ম্যাচে সবার আকর্ষণের কেন্দ্রে ছিলেন যে দুজন, তাদের একজন ক্রিশ্চিয়ানো রোনালদো। চোটের কারণে তিনি খেলবেন না। নিশ্চিত ছিল আগেই।
আর লিওনেল মেসিকে নামানো হয় ম্যাচের অন্তিমলগ্নে। ৮৩ মিনিটে মেসি বদলি হিসাবে নামার আগেই ছয় গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল ইন্টার মিয়ামি। দলকে সান্ত্বনার একটি গোলও উপহার দিতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা।
বৃহস্পতিবার রাতে রিয়াদে প্রাক-মৌসুমে প্রীতি ম্যাচে মেসি-সুয়াজের মিয়ামিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে রোনাল্ডোবিহীন আল নাসর।
খেলতে না পারলেও ভিআইপি গ্যালারিতে বসে দলের গোল উৎসব চুটিয়ে উপভোগ করেন পর্তুগিজ মহাতারকা রোনোলদো। ব্রাজিলীয় মিডফিল্ডার তালিসকার হ্যাটট্রিকের পাশাপাশি একটি করে গোল করেন ওতারিও, এমেরিক লাপোর্তা ও মারান।