শাড়িতে তাঁর মোহময়ী লুক নজর কেড়েছে বিশ্ব মিডিয়ার। বাঙালি ডিজাইনার সব্যসাচীর তৈরি শিমারি শাড়ি ও ব্যাকলেস ব্লাউজ, চুলে মেসি বান, চোখে মোটা কাজল পরিহিত দীপিকা আলো ছড়িয়েছেন বাফটার রেড কার্পেটেও। লন্ডনের ‘রয়াল ফেস্টিভাল হল’-এর লাল গালিচায় অভিনেত্রীর হাঁটার সেই ছবি-ভিডিও রীতিমতো ভাইরাল এখন।
এ বছরের বাফটা (ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড) ২০২৪-এর মঞ্চে উপস্থাপক হিসেবে যোগ দিয়েছেন দীপিকা।
প্রথমবারের মতো বাফটার মঞ্চে যান তিনি। এবারের বাফটার সঞ্চালনা করেছেন ব্রিটিশ অভিনেতা ডেভিড টেন্যান্ট। পুরস্কার দেওয়ার জন্য মঞ্চে তাঁর সঙ্গে যোগ দেন দীপিকা পাড়ুকোন। উপস্থাপক হিসেবে মঞ্চে আরো হাজির ছিলেন হিউ গ্রান্ট, দুয়া লিপার মতো তারকারা। তাঁদের মাঝেই দীপিকার উজ্জ্বল উপস্থিতি নজর কাড়ে সবার।
মঞ্চে পরিচালক জোনাথন গ্লেজারের হাতে পুরস্কার তুলে দেন দীপিকা পাড়ুকোন। এ বছর ‘বেস্ট ফিল্ম নট ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ’ বিভাগে তাঁর ‘দ্য জোন অফ ইন্টারেস্ট’ চলচ্চিত্রের জন্য এই পুরস্কার জেতেন জোনাথন গ্লেজার।
বাফটা ২০২৪-এ সেরা চলচ্চিত্রের পুরস্কার ঘরে তুলেছে ‘ওপেনহাইমার’। সেরা ব্রিটিশ চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘দ্য জোন অফ ইন্টারেস্ট’। সেরা পরিচালক হয়েছেন ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার), সেরা অভিনেতা সিলিয়ান মারফি (ওপেনহাইমার)। সেরা পার্শ্ব-অভিনেতার পুরস্কার জিতেছেন রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)। সেরা অভিনেত্রী হয়েছেন এমা স্টোন (পুওর থিংস)। সেরা পার্শ্ব-অভিনেত্রীর বাফটা জিতেছেন ডা’ভাইন জয় র্যান্ডলফ (দ্য হোল্ডওভারস)।
এ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে বছরের সেরাদের বাফটা পুরস্কারে সম্মানিত করা হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) ইংল্যান্ডের লন্ডনের রয়াল ফেস্টিভাল হলে অনুষ্ঠিত হয় এ বছরের বাফটা আয়োজন।