মেয়ের পরে ছেলের বাবা-মা হয়েছেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। সামাজিক মাধ্যমে পোস্ট করে ছেলের জন্মের পাঁচ দিন পরে মা হওয়ার খবর দেন আনুশকা। লন্ডনের হাসপাতালে ছেলের জন্ম দিয়েছেন আনুশকা। তাহলে কি অকায় পাবে সেখানকার নাগরিকত্ব? সোশ্যাল মিডিয়ায় পোস্টটির উত্তর খুঁজছেন বিরাট -আনুশকার ভক্তরা।
ব্রিটেনের আইন অনুযায়ী, কেউ সে দেশে জন্মগ্রহণ করলেই সে ওই দেশের নাগরিক হবে, তবে বিরাট-আনুশকার ছেলে অকায় ব্রিটেনের নাগরিকত্ব পাবে না কারণ এ ক্ষেত্রে মা কিংবা বাবা যে কাউকে বৃটেনের নাগরিকত্ব থাকতে হবে তাহলেই সন্তান জন্মগ্রহণ করলে পাবে ব্রিটিশ নাগরিকত্ব। বিরাট কোহলি কিংবা আনুশকা শর্মা কেউই ব্রিটিশ নাগরিক নন কেবল মাত্র চিকিৎসার জন্য বা বলা ভালো সন্তান হওয়ার জন্য লন্ডনে গিয়েছেন তাই অকায়ও হবে না ব্রিটিশ নাগরিক।
তবে ব্রিটিশ আইন অনুযায়ী অকায়কে নিয়ে যদি মা-বাবা একটানা ৭ বছর ব্রিটেনে থাকতে পারেন তাহলে তিনজনই নাগতিকত্ব পেতে পারেন।