৯৩ সদস্য বিশিষ্ট জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
কমিটিতে এবিএম লিয়াকত হোসেন চাকলাদারকে আহ্বায়ক এবং মো. কাজী জামাল উদ্দিন, শেখ হুমায়ুন কবির শাওন, মো. রমজান আলী ভূইয়া, আব্দুল কুদ্দুস মানিক, আব্দুল হামিদ সরকার, প্রকৌশলী এমএ মুনিম চৌধুরী বুলবুল, মো. শাহাবুদ্দিন, আব্দুল আলিম, মো. মোস্তফা কামাল, এনামুল হক বেলাল ও মো. রাজিউর রেজা স্বপন চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
তাদের আগামী ৪ মাসের মধ্যে উপজেলা ও জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় সম্মেলন আয়োজন করতে হবে।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা জিএম কাদের এমপি দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে এবং পার্টির মহাসচিব ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু এমপির সুপারিশে নতুন এ আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।