রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বাগেরহাট জুড়ে বাড়ছে তীব্র ঝোড়ো বাতাস ও বৃষ্টিপাত। মধ্যরাত থেকে জেলার নদ-নদীতে জোয়ারের পানির চাপও বাড়তে শুরু করেছে। এখন পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলার নদী তীরবর্তী অন্তত অর্ধশত গ্রামে জোয়ারের পানি প্রবেশ করেছে।
থেমে থেমে প্রচণ্ড দমকা বাতাসে কেঁপে উঠছে ঘরবাড়ি। এমন পরিস্থিতিতে আতঙ্ক আর উৎকণ্ঠার মাঝে নির্ঘুম রাত কাটাচ্ছে উপকূলবাসী। ঝোড়ো বাতাসের কারণে পুরো বাগেরহাট জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।