১২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে তিনদিনের সফরে ভিয়েতনামের প্রধানমন্ত্রী

তিনদিনের সফরে আজ রাতে নয়াদিল্লীতে এসে পৌঁছাবেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম-মিনহ-চীনাহ। একাধিক মন্ত্রী, উপমন্ত্রী, বাণিজ্যিক শীর্ষ নেতৃত্ব সহ বিশাল এক বহর নিয়ে ভারতে অবস্থান করবেন তিনি। এসময় ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অন্যান্য শীর্ষস্থানীয় মন্ত্রীগণ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, আগামী শুক্রবার রাষ্ট্রপতি ভবনে অভ্যর্থনা জানানো হবে ভিয়েতনামের প্রধানমন্ত্রীকে। এছাড়া, একই দিনে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।

উল্লেখ্য, ভারতের এক্ট ইস্ট পলিসির অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ ভিয়েতনাম। দেশটিতে ভারতীয় ব্যবসায়ীদের অনেক বিনিয়োগও রয়েছে। প্রায়শই দু দেশের কর্তাগণ একে অন্যের সঙ্গে দ্বিপাক্ষিক অফিস কনসাল্টেশন করে থাকেন। এছাড়া, দু দেশের মধ্যকার সম্পর্ককে কৌশলগত পর্যায়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে উভয় সরকার।

এর আগে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে একটি বিশেষ লোগো উন্মোচন করেছিলো ভারত ও ভিয়েতনাম। উভয় দেশের নাগরিকদের মধ্যে আহবান করা উন্মুক্ত এক প্রতিযোগিতার মাধ্যমে লোগোটি বাছাই করা হয়েছিলো।

লোগোটিতে স্থান পাওয়া শিল্পকর্মে ভারত ও ভিয়েতনামের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতীক হিসাবে একটি ময়ূর এবং একটি সারস ব্যবহার করা হয়েছিলো। উল্লেখ্য, ময়ূর এবং সারস যথাক্রমে ভারত এবং ভিয়েতনামের জাতীয় প্রতীক। এছাড়া, উভয় রাষ্ট্রের জাতীয় পতাকাকেও নজরে রাখা হয়েছে লোগোটি ডিজাইন করার সময়। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

ভারতে তিনদিনের সফরে ভিয়েতনামের প্রধানমন্ত্রী

প্রকাশ: ১০:৪৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪

তিনদিনের সফরে আজ রাতে নয়াদিল্লীতে এসে পৌঁছাবেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম-মিনহ-চীনাহ। একাধিক মন্ত্রী, উপমন্ত্রী, বাণিজ্যিক শীর্ষ নেতৃত্ব সহ বিশাল এক বহর নিয়ে ভারতে অবস্থান করবেন তিনি। এসময় ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অন্যান্য শীর্ষস্থানীয় মন্ত্রীগণ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, আগামী শুক্রবার রাষ্ট্রপতি ভবনে অভ্যর্থনা জানানো হবে ভিয়েতনামের প্রধানমন্ত্রীকে। এছাড়া, একই দিনে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।

উল্লেখ্য, ভারতের এক্ট ইস্ট পলিসির অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ ভিয়েতনাম। দেশটিতে ভারতীয় ব্যবসায়ীদের অনেক বিনিয়োগও রয়েছে। প্রায়শই দু দেশের কর্তাগণ একে অন্যের সঙ্গে দ্বিপাক্ষিক অফিস কনসাল্টেশন করে থাকেন। এছাড়া, দু দেশের মধ্যকার সম্পর্ককে কৌশলগত পর্যায়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে উভয় সরকার।

এর আগে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে একটি বিশেষ লোগো উন্মোচন করেছিলো ভারত ও ভিয়েতনাম। উভয় দেশের নাগরিকদের মধ্যে আহবান করা উন্মুক্ত এক প্রতিযোগিতার মাধ্যমে লোগোটি বাছাই করা হয়েছিলো।

লোগোটিতে স্থান পাওয়া শিল্পকর্মে ভারত ও ভিয়েতনামের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতীক হিসাবে একটি ময়ূর এবং একটি সারস ব্যবহার করা হয়েছিলো। উল্লেখ্য, ময়ূর এবং সারস যথাক্রমে ভারত এবং ভিয়েতনামের জাতীয় প্রতীক। এছাড়া, উভয় রাষ্ট্রের জাতীয় পতাকাকেও নজরে রাখা হয়েছে লোগোটি ডিজাইন করার সময়। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক