কোপা আমেরিকার ফাইনালে পাওয়া চোট কাটিয়ে অবশেষে আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। সবশেষ আন্তর্জাতিক বিরতিতে চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে খেলা হয়নি তার।
এই মাসে বিশ্বকাপ বাছাইয়ের আরও দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ১১ অক্টোবর ভেনেজুয়েলা ও ১৬ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দুটির জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।
কলম্বিয়ার বিপক্ষে কোপার ফাইনালে লিগামেন্ট পাওয়া চোট কাটিয়ে সে দলে ফিরেছেন মেসি। এর আগে নিজের ক্লাব ইন্টার মায়ামির হয়ে মাঠে ফেরেন এই মহাতারকা।
মেসির মতোই চোট থেকে সেরে উঠে দলে জায়গা করে নিয়েছেন ফুলব্যাক নিকোলাস তালিয়াফিকোও। কাফ ইনজুরিতে তাকেও কিছুটা সময় মাঠের বাইরে কাটাতে হয়েছিল।