ভারতের পররাষ্ট্র মন্ত্রী ড. এস. জয়শঙ্কর, শুক্রবার কাতারে পৌঁছে শনিবার দোহা ফোরামে অংশগ্রহণ করেন এবং আরও উদ্ভাবনী ও অংশগ্রহণমূলক কূটনীতির আহ্বান জানান। তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলমান থাকলেও আলোচনার মাধ্যমে সমাধানের সম্ভাবনা দিন দিন বাড়ছে।
কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমানের আমন্ত্রণে কাতারে গিয়ে ২২তম দোহা ফোরামে অংশগ্রহণের সময় ড. জয়শঙ্কর পশ্চিম এশিয়ার চলমান সংঘাত এবং তার প্রভাব সম্পর্কে আলোচনা করেন।
তিনি উল্লেখ করেন যে ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রায় পাঁচ লক্ষ ভারতীয় বসবাস করেন এবং এই অঞ্চলের দেশগুলির সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৮০ বিলিয়ন ডলার। তিনি বলেন, “এটি শুধুমাত্র ভূমধ্যসাগর।”
অন্যদিকে, উপসাগরীয় অঞ্চলে প্রায় এক কোটিরও বেশি ভারতীয় বসবাস করেন, যেখানে এই অঞ্চলের সঙ্গে ভারতের বাণিজ্যের পরিমাণ ১৮০ বিলিয়ন ডলার। গাজা, লেবানন এবং সিরিয়ায় সংঘাতের ফলে এই অঞ্চলের স্থিতিশীলতা প্রভাবিত হচ্ছে এবং এর ফলে তেল, সার এবং শিপিং খাতে ব্যয় বৃদ্ধি পাচ্ছে, যা ভারতের ওপর প্রভাব ফেলে।
এই সফরের দ্বিতীয় পর্যায়ে, ড. জয়শঙ্কর ৮-৯ ডিসেম্বর, ২০২৪ তারিখে বাহরাইন সফর করবেন। সেখানে তিনি বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রী ড. আবদুললতিফ বিন রশিদ আল জায়ানি-এর সঙ্গে চতুর্থ ভারত-বাহরাইন উচ্চ যৌথ কমিশনের (এইচজেসি) বৈঠকের সহ-সভাপতিত্ব করবেন।
এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক অবস্থা পর্যালোচনা এবং ভারত-বাহরাইনের বহুমুখী সম্পর্ক আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হবে। ড. জয়শঙ্কর ৮ ডিসেম্বর বাহরাইনে ২০তম আইআইএসএস মানামা ডায়ালগেও অংশ নেবেন। এ বছরের মানামা ডায়ালগের মূল বিষয়বস্তু হলো “আঞ্চলিক সমৃদ্ধি ও নিরাপত্তা গঠনে মধ্যপ্রাচ্যের নেতৃত্ব।” সূত্র: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক।
ইত্তেহাদ ডেস্ক ।। 
















