১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জাবিতে শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘মুক্তিযুদ্ধ’ এবং ‘জিয়াউর রহমানের জীবন ও অবদান’ নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। রবিবার (১৯ জানুয়ারী) দুপুর ১২:৩০টায় স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করে সংগঠনটি।

মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশ বিনির্মানে শহীদ জিয়ার দক্ষ নেতৃত্ব ও ভূমিকার কথা স্মরণ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর। তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানকে সাধারণ শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয় করা এবং সাধারণ শিক্ষার্থীদেরকে সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করার এই প্রয়াস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল সামনের দিনেও অব্যাহত রাখবে। আমরা চাই সুস্থ-সুন্দর ক্যাম্পাস বিনির্মাণ করতে।”

অন্যদিকে, জিয়াউর রহমান না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না বলে মন্তব্য করেন একই কমিটির সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক।

গোটা আয়োজনের বিষয়ে জানতে চাইলে জাবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রিফাত আকন্দ অন্তর বলেন, “ফ্যাসিস্ট শাসনামলের বিগত ১৫ বছরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে অনেক নেতিবাচক বার্তা ছড়ানো হয়েছিলো, যার সকলই মিথ্যা। আমরা চাই শহীদ জিয়ার সম্পর্কে সাধারণ শিক্ষার্থীরা বিশদ জানার সুযোগ লাভ করুক। তাই কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দের নির্দেশনা মেনে আমরা এই সাংস্কৃতিক উদ্যোগটি গ্রহণ করেছি, যেনো গণতান্ত্রিক বাংলাদেশের রূপকার, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং জাতীয়তাবাদী ভাবধারার বিষয়বস্তু সম্পর্কে সবাই আরও বেশি জানতে পারেন।”

সামনের দিনগুলোতেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ইতিবাচক আয়োজনের এই ধারা অব্যহত থাকবে বলে জানান এই ছাত্রদল নেতা। এছাড়া, জিয়াউর রহমানের অবদানকে সম্মান জানিয়ে মুক্তিযুদ্ধে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন সংশ্লিষ্ট অন্য নেতাকর্মীরা।

উল্লেখ্য, চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা এবং প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীম রেজা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী।

ট্যাগ:

জাবিতে শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশ: ১২:৫০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘মুক্তিযুদ্ধ’ এবং ‘জিয়াউর রহমানের জীবন ও অবদান’ নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। রবিবার (১৯ জানুয়ারী) দুপুর ১২:৩০টায় স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করে সংগঠনটি।

মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশ বিনির্মানে শহীদ জিয়ার দক্ষ নেতৃত্ব ও ভূমিকার কথা স্মরণ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর। তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানকে সাধারণ শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয় করা এবং সাধারণ শিক্ষার্থীদেরকে সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করার এই প্রয়াস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল সামনের দিনেও অব্যাহত রাখবে। আমরা চাই সুস্থ-সুন্দর ক্যাম্পাস বিনির্মাণ করতে।”

অন্যদিকে, জিয়াউর রহমান না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না বলে মন্তব্য করেন একই কমিটির সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক।

গোটা আয়োজনের বিষয়ে জানতে চাইলে জাবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রিফাত আকন্দ অন্তর বলেন, “ফ্যাসিস্ট শাসনামলের বিগত ১৫ বছরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে অনেক নেতিবাচক বার্তা ছড়ানো হয়েছিলো, যার সকলই মিথ্যা। আমরা চাই শহীদ জিয়ার সম্পর্কে সাধারণ শিক্ষার্থীরা বিশদ জানার সুযোগ লাভ করুক। তাই কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দের নির্দেশনা মেনে আমরা এই সাংস্কৃতিক উদ্যোগটি গ্রহণ করেছি, যেনো গণতান্ত্রিক বাংলাদেশের রূপকার, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং জাতীয়তাবাদী ভাবধারার বিষয়বস্তু সম্পর্কে সবাই আরও বেশি জানতে পারেন।”

সামনের দিনগুলোতেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ইতিবাচক আয়োজনের এই ধারা অব্যহত থাকবে বলে জানান এই ছাত্রদল নেতা। এছাড়া, জিয়াউর রহমানের অবদানকে সম্মান জানিয়ে মুক্তিযুদ্ধে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন সংশ্লিষ্ট অন্য নেতাকর্মীরা।

উল্লেখ্য, চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা এবং প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীম রেজা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী।