১২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিগ ব্যাশে আসছে নতুন নিয়ম

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিগ ব্যাশ লিগে (বিবিএল) নতুন নিয়ম দেখা যেতে পারে। এই নিয়মে এক বলে আউট করা যাবে দুই ব্যাটারকে। এ ছাড়া শুধু ব্যাটিং করার জন্য নামানো যাবে এক ক্রিকেটারকে।

অস্ট্রেলিয়ার এক সংবাদপত্রের দাবি, দুইটি নিয়ম কার্যকর করার লক্ষ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে।

পরের মৌসুম থেকেই চালু হতে পারে নিয়মগুলো। প্রথম নিয়ম‘ডাবল প্লে রুল’। যদি দুই ব্যাটার একই সময়ে ক্রিজের বাইরে থাকেন, তা হলে একটি বলের সাহায্যে দুই প্রান্তের উইকেট ভেঙে দিলে দুই ব্যাটারই আউট হয়ে যাবেন। সাধারণত রানআউটের ক্ষেত্রে এই নিয়মের প্রয়োগ বেশি দেখা যেতে পারে।

আন্তর্জাতিক ক্রিকেটে একজনকে রান আউট করার পর একই বলে আর এক ব্যাটারকে রান আউট করা যায় না।

দ্বিতীয়টি নিয়মটি হল ‘ডেজ়িগনেটেড হিটার’। এই নিয়মে, বিপক্ষ দলকে যে কোনো একজন ক্রিকেটারকে বেছে নিতে বলা হবে। তিনি শুধু ব্যাট করবেন।

ফিল্ডিং না করলেও চলবে। তার পরিবর্তে অন্য ফিল্ডার নামানো যাবে।
আপাতত দু’টি নিয়ম নিয়েই সব দলের ক্রিকেটার এবং সম্প্রচারকারীদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তবে দল মালিকদের নিয়ে এখনো বৈঠক হয়নি। দ্রুত ম্যাচ শেষ করা এবং দর্শকদের কাছে আকর্ষণীয় করে তোলার লক্ষ্যেই দুটি নিয়ম চালু করা হতে পারে।

ট্যাগ:

বিগ ব্যাশে আসছে নতুন নিয়ম

প্রকাশ: ০৪:১০:০২ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিগ ব্যাশ লিগে (বিবিএল) নতুন নিয়ম দেখা যেতে পারে। এই নিয়মে এক বলে আউট করা যাবে দুই ব্যাটারকে। এ ছাড়া শুধু ব্যাটিং করার জন্য নামানো যাবে এক ক্রিকেটারকে।

অস্ট্রেলিয়ার এক সংবাদপত্রের দাবি, দুইটি নিয়ম কার্যকর করার লক্ষ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে।

পরের মৌসুম থেকেই চালু হতে পারে নিয়মগুলো। প্রথম নিয়ম‘ডাবল প্লে রুল’। যদি দুই ব্যাটার একই সময়ে ক্রিজের বাইরে থাকেন, তা হলে একটি বলের সাহায্যে দুই প্রান্তের উইকেট ভেঙে দিলে দুই ব্যাটারই আউট হয়ে যাবেন। সাধারণত রানআউটের ক্ষেত্রে এই নিয়মের প্রয়োগ বেশি দেখা যেতে পারে।

আন্তর্জাতিক ক্রিকেটে একজনকে রান আউট করার পর একই বলে আর এক ব্যাটারকে রান আউট করা যায় না।

দ্বিতীয়টি নিয়মটি হল ‘ডেজ়িগনেটেড হিটার’। এই নিয়মে, বিপক্ষ দলকে যে কোনো একজন ক্রিকেটারকে বেছে নিতে বলা হবে। তিনি শুধু ব্যাট করবেন।

ফিল্ডিং না করলেও চলবে। তার পরিবর্তে অন্য ফিল্ডার নামানো যাবে।
আপাতত দু’টি নিয়ম নিয়েই সব দলের ক্রিকেটার এবং সম্প্রচারকারীদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তবে দল মালিকদের নিয়ে এখনো বৈঠক হয়নি। দ্রুত ম্যাচ শেষ করা এবং দর্শকদের কাছে আকর্ষণীয় করে তোলার লক্ষ্যেই দুটি নিয়ম চালু করা হতে পারে।