মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা এক ঘোষণায় স্বাক্ষর করেছেন। ওই ঘোষণায় বলা হয়েছে, ‘বিদেশি সন্ত্রাসী’ ও অন্যান্য হুমকি থেকে সুরক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল।
যে দেশগুলির নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেগুলো হল, ইরান, আফগানিস্তান, মিয়ানমার, লিবিয়া, সুদান, ইয়েমেন, শাদ, কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি ও সোমালিয়া।
এর পাশাপাশি আরও সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এসব দেশ হল, লাওস, তুর্কেমেনিস্তান, কিউবা, ভেনেজুয়েলা, বুরুন্ডি, সিয়েরা লিওন ও টোগো।
মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ প্রথম এই ভ্রমণ নিষেধাজ্ঞার খবর দেয় বলে রয়টার্স জানিয়েছে।
সামাজিক মাধ্যম এক্স এ পোস্ট করা এক ভিডিওতে ট্রাম্প বলেছেন, “যারা আমাদের ক্ষতি করতে চায় এমন লোকজনকে আমাদের দেশে প্রবেশ করার অনুমতি দেবো না আমরা।”
যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় মান সময় অনুযায়ী ২০২৫ এর ৯ জুন (আগামী সোমবার) রাত ১২টা ১মিনিট থেকে এ ঘোষণা কার্যকর হবে। আদেশে আরও বলা হয়েছে, এই তারিখের আগে ইস্যু করা ভিসাগুলো বাতিল করা হবে না।
এ ছাড়া হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভিসা প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে আরেকটি নির্বাহী আদেশে সই করেছেন বলেও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।